রোগীর আত্মীয়দের হাতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের হেনস্থা হওয়ার ঘটনার পর বাড়ানো হল সাগর দত্ত হাসপাতালের নিরাপত্তা । অতিরিক্ত মহিলা কনস্টেবলের পাশাপাশি নিয়োগ করা হল পুলিশ অফিসার-ও । অতিরিক্ত পুলিশকর্মী নিয়োগ নিয়ে মুখ খুলেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।
হাসপাতাল চত্ত্বরে নিরাপত্তার জোরদার করতে রবিবার থেকে অতিরিক্ত পুলিশকর্মী নিয়োগ করা হল হাসপাতাল চত্বরে । কর্তব্যরত কনস্টেবলের সংখ্যা বেড়ে হল ২৮। নিরাপত্তার স্বার্থে আরও চারজন পুলিশ অফিসারকে নিয়োগ করা হয়েছে । এর মধ্যে এমার্জেন্সির নিরাপত্তায় মোতায়েন রয়েছে একজন অফিসার সহ চারজন কনস্টেবল । ২৪ ঘণ্টা দায়িত্বে থাকবেন তাঁরা । জরুরি বিভাগে ঢুকতে হলে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে রোগীর আত্মীয় থেকে শুরু করে হাসপাতালের কর্মীদের। নিরাপত্তা বৃদ্ধি নিয়ে মুখ খুলেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তা জোরদার করতে পুলিশি স্বদিচ্ছাকে গুরুত্ব দিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীমৃত্যুকে ঘিরে উত্তেজনা তৈরি হয় শুক্রবার রাতে। সেই সময় রোগীর আত্মীয়দের দ্বারা কর্তব্যরত নার্স এবং জুনিয়র ডাক্তারদের উপর হামলার অভিযোগ ওঠে । হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে সাগর দত্তে শুরু হয় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ।
- স্যালাইনকাণ্ড এবার হাইকোর্টে, দায়ের জোড়া জনস্বার্থ মামলা - January 13, 2025
- প্রসূতির মৃত্যুতে সরগরম রাজ্য রাজনীতি, এসএসকেএমে স্বাস্থ্য বৈঠক - January 12, 2025
- স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সেলোনা - January 9, 2025