নিম্নচাপের প্রভাবে হতে পারে ভারী বৃষ্টি?

নিউজটাইম ওয়েবডেস্ক : বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে প্রবল । নিম্নচাপের প্রভাবে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে । ২১ জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইন । আজ, বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে । কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে । শনিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে ।

১৯ শে জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে । নিম্নচাপ তৈরি হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় । মৌসুমী অক্ষরেখা আজ জয়সলমীর থেকে গোপালপুরের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । ঘুর্নাবর্ত রয়েছে আসাম ও সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকায় ।

উত্তরবঙ্গ

শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে । ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা সোমবার পর্যন্ত । শনিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে । আগামীকাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে । বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিতে এক জায়গায় । শনিবার ভারী বৃষ্টি হবে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে । বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা । উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় । ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই জেলাতে ।

দক্ষিণবঙ্গে

আজ বৃহস্পতিবার সামান্য মেঘ জমলে কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা । সামগ্রিকভাবে বৃষ্টি কম থাকবে । আর বৃষ্টি না হলে অস্বস্তি ভোগাবে । শুক্রবার ১৯ জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে । উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টি । বাকি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন ।

শনিবার কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা । বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে । পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি কলকাতা তে ভারী বৃষ্টির সম্ভাবনা । ২১শে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই নিবিড় বৃষ্টির আশঙ্কা । মূলত মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি বা দফায় দফায় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ । উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস । কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের পূর্বাভাস । দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে ।

কলকাতা
শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । রবিবার ২১শে জুলাই দিনভর মেঘলা আকাশ সঙ্গে নিবিড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা থাকছে ।আজ আংশিক মেঘলা আকাশ থাকবে । কখনও মূলত মেঘলা আকাশ থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি । বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৭ শতাংশ । বৃষ্টি হয়েছে ২৪.২ মিলিমিটার ।

ভিনরাজ্যে
আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি; প্রবল বৃষ্টির আশঙ্কা কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায় । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্রিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও তেলেঙ্গানায় । পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, গুজরাট, কেরালা, মাহে, তামিলনাড়ু এবং পন্ডিচেরি এলাকায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube