দূরদর্শনের লোগো বদল!গৈরিকীকরণের অভিযোগে সরব মমতা!

সম্প্রতি বদল করা হয়েছে দূরদর্শনের লোগো । আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক । শনিবার দূরদর্শনের লোগোর গৈরিকীকরণ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

নিজের এক্স হ্যান্ডেলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, লোকসভা নির্বাচন চলাকালীন দূরদর্শনের লোগোর গৈরিকীকরণে তিনি আশ্চর্য হয়ে গিয়েছেন । নির্বাচনের সময়ে এটি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা বলেই মনে করছেন তিনি । এই ঘটনায় আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে রাজ্যের মুখম্যমন্ত্রীর স্পষ্ট প্রশ্ন, এটা কি নির্বাচন কমিশনের চোখে পড়ছে না?

অপরদিকে বিজেপি আইটি সেলের চিফ অমিত মালবিয়া এক্স হ্যান্ডেলে জানান, ১৯৮২ সালে দূরদর্শনের উপর গেরুয়া রং ব্যবহার করা হয়েছিল । পরবর্তীকালে তা নীল রঙে পালটে দেওয়া হয় । রাষ্ট্রীয় প্রচারক হিসেবে এটি এক প্রকার ”ঘর ওয়াপ্সি” বলেই তিনি জানান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube