ত্রাণ নিয়ে মিথ্যে প্রচারের অভিযোগ শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গে এখন ‘ক্ষতিপূরণ’ রাজনীতি । ত্রাণ নিয়ে ‘ভুয়ো প্রচার’ করা হচ্ছে বলে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মিথ্যে প্রচারের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী ।

উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিপূরণ নিয়ে ভুয়ো প্রচার চালাচ্ছে রাজ্য । এই মর্মেই রাজ্যের শাসকদলকে নিশানা করলেন বিরোধী দলনেতা । তিনি বলেন, নির্বাচন কমিশনের তরফে রাজ্যকে ৯ এপ্রিল ক্ষতিপূরণের অনুমতি দেওয়া হয় । এক্স হ্যান্ডেলে পোষ্ট করলেন শুভেন্দু ।

বিরোধী দলনেতা বলেন, অনুমতি পেয়েও মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । ঝড়ে বিধ্বস্ত উত্তরবঙ্গের জলপাইগুড়ি এলাকায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছেন বলেও অভিযোগ তোলেন শুভেন্দু ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube