চুরি হচ্ছে ত্রিপল, কাঠগড়ায় পঞ্চায়েত উপপ্রধানের স্বামী

মঙ্গলবার হাড়োয়ার গোপালপুর পঞ্চায়েতের অফিসে তালা মেরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পঞ্চায়েত সদস্যরা । অভিযোগ ওঠে, উপপ্রধানের স্বামী পঞ্চায়েতের ত্রিপল চুরি করে বিক্রি করে দিয়েছেন । অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের উপপ্রধান ।

হাড়োয়ার গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে অভিযোগ ওঠে পঞ্চায়েতের ত্রিপল চুরি করেছেন পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী । ‘গরিবের ত্রিপল কেন চুরি হল উপপ্রধান তুমি জবাব দাও’ এমনই প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যরা । উপপ্রধানের স্বামী তথা গোপালপুর ২ নম্বর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কামারুল সর্দারের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ ।

বিক্ষোভকারী গ্রাম পঞ্চায়েত সদস্যদের দাবি, উপপ্রধান মাজিদা বিবি ও তার স্বামী কামারুল সরদার গ্রাম পঞ্চায়েতের গচ্ছিত ত্রিপল কাউকে না জানিয়েই বিক্রিও করেছেন । এমনটাই অভিযোগ পঞ্চায়েত সদস্যদের । উপপ্রধানের স্বামী ও যুব সভাপতি সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন, তিনি মানুষের জন্য কাজ করেন । তিনি আরও জানান, যাতে তিনি মানুষের জন্য কাজ না করতে পারেন তার জন্যই বেশ কিছু পঞ্চায়েত সদস্যরা তার বিরুদ্ধে এই ধরণের অপবাদ দিয়ে বেড়াচ্ছেন তাঁর নামে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube