
প্রকাশ্যে এল রোগী মৃত্যুর ঘটনা । অভিযোগ আনা হচ্ছে গাফিলতি করা হয়েছে চিকিৎসায় । চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, মৃতের নাম দীনেশ ঘোষ । তাঁর বাড়ি রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় ।
পরিবারের সদস্যদের অভিযোগ, ডায়ালিসিসের জন্য মঙ্গলবার সকালে তাকে রায়গঞ্জ মেডিক্যালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয় । কিন্তু সেখানে অক্সিজেন সিলিন্ডার দিয়ে ডায়ালিসিসে পাঠানো হলেও সিলিন্ডারের নল ঠিকভাবে খোলা ছিল না বলে দাবি করছেন মৃতের পরিবার । মৃতের পরিবার দাবি করেছে, অক্সিজেন সিলিন্ডারের নল সঠিকভাবে খোলা না থাকায় অক্সিজেনের অভাবে এমার্জেন্সি ওয়ার্ডের সামনেই রোগীর মৃত্যু হয় । এদিনের এই ঘটনায় স্বাস্থ্যকর্মীদের গাফিলতিকেই দায়ী করেছেন মৃতের পরিজনেরা ।
এই ঘটনায় পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ পেয়ে মামলাটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রায়গঞ্জ মেডিক্যালের এমএসভিপি।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023