
প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন । একই সঙ্গে মিড ডে মিলেও কারচুপির অভিযোগ উঠছে । এমনই কিছু অভিযোগ তুলে এবার স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ । মঙ্গলবার বাঁকুড়ার কেঞ্জাকুড়া হাই অ্যাটাচড্ প্রাথমিক বিদ্যালয়ে ঘটল এমনই এক ঘটনা ।
বিক্ষোভকারী অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুলে আসছেন না, তবুও হাজিরা খাতায় সই রয়েছে তাঁর । এছাড়াও তাঁদের দাবি, ছাত্র ছাত্রীদের মিড ডে মিলও নিয়মিত দেওয়া হয়নি বেশ কয়েকদিন ধরে । এ বিষয়ে একাধিকবার অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় তাঁরা স্কুলে তালা দিতে বাধ্য হয়েছেন বলে জানান ।
স্কুলের ছাত্র ছাত্রীরাও জানিয়েছে, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন । মিড ডে মিলও দেওয়া হয় অনিয়মিতভাবে । একই সঙ্গে তারা আরও জানায়, স্কুলের পঠনপাঠনও ঠিকমতো হয় না । অন্যদিকে অভিভাবক, গ্রামবাসী ও ছাত্র ছাত্রীদের অভিযোগকে সমর্থন জানিয়েছেন মিড-ডে মিল রান্নার সঙ্গে যুক্ত স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যারাও । তাঁদের দাবি, চাল থেকে গ্যাস নিয়মিত মেলে না; ফলে রান্না করাও সমস্যা হয়ে পড়েছে এখন । এমনকি তাঁদের বেতনও নিয়মিতভাবে মেলে না বলে তাঁরা অভিযোগ করেন ।
স্থানীয় পঞ্চায়েত সদস্য ত্রিলোচন কর্মকার বলেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় সই করা ও মিড ডে মিলে কারচুপি সহ নানান অভিযোগ মৌখিকভাবে পেয়েছেন তিনি । বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান।
এদিন অভিভাবকরাই স্কুলে তালা দিয়েছেন । তালা বন্দি হয়ে ছিলেন শিক্ষক সুদীপ মহাপাত্রও; তিনিও এই ঘটনার পিছনে প্রধান শিক্ষককেই দায়ী করেছেন । স্কুল পরিচালনা থেকে মিড ডে মিল সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে বলে তিনি স্বীকার করেন । খবর পেয়ে স্কুলে আসেন স্থানীয় বিডিও-র প্রতিনিধিরা । যদিও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি তাঁরা ।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023