বন্ধ ১০০ দিনের কাজ, ভিনরাজ্যই ভরসা পরিযায়ী শ্রমিকদের

বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ । বিপদ ঘটলেও ভিনরাজ্যই এখন ভরসা যোগাচ্ছে পরিযায়ী শ্রমিকদের । রাজ্যে কর্ম সংস্থানের কঙ্কালসার চেহারা সামনে আসে গত জুন মাসে । উড়িষ্যার বালেশ্বরে করোমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটে । অনেকেই ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা । তা সত্ত্বেও মঙ্গলবার সকাল থেকেই গোসাবা, বাসন্তী, ক্যানিং সহ আশপাশের ব্লক থেকে ভিনরাজ্যে যাওয়ার জন্য ক্যানিং স্টেশনে ভিড় জমান বহু মানুষ।

পেটের জ্বালায় ভিন রাজ্যে দিন মজুরির কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাতে হল বহু মানুষকে । সরকারি হিসেবে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা দুই শতাধিক । আহত হন আরও বহু মানুষ । নিহতদের মধ্যে বাসন্তী, গোসাবা, ক্যানিং সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বহু মানুষ ছিলেন । একই পরিবারের তিন ভাইয়ের মৃত্যু হয়েছিল সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় । কিন্তু এসবের পরেও ফের ভিন রাজ্যের কাজই ভরসা এই এলাকার খেঁটে খাওয়া মানুষগুলোর । তাই বিপদ জেনেও আরও একবার কেরালা, অন্ধ্রপ্রদেশের পথে রওনা দিলেন সহশ্রাধিক পরিযায়ী শ্রমিক । বিপদের তোয়াক্কা না করেই মঙ্গলবার সকাল থেকেই গোসাবা, বাসন্তী, ক্যানিং থেকে ভিনরাজ্যে পাড়ি দেওয়ার জন্য ক্যানিং স্টেশনে ভিড় করেন বহু মানুষ ।

প্রতি বছর পুজোর পরই ভিন রাজ্যে পাড়ি দেন সুন্দরবনের বেশিরভাগ গ্রামের মানুষ । পুরুষদের পাশাপাশি মহিলাদেরও ভিন রাজ্যে কাজে যাওয়ার প্রবনতা বাড়ছে । কেউ ধান রোয়ার কাজ তো কেউ রাজমিস্ত্রির কাজ; কিম্বা অন্য কোন দিনমজুরির কাজ করেন সেখানে । তাঁদের বক্তব্য, গ্রামে কোন কাজ নেই । তাছাড়া গ্রামে কাজ করলে যা পারিশ্রমিক মেলে তা দিয়ে সংসার চলে না । তাই সকলেই অন্ধপ্রদেশ, কেরালা, উড়িষ্যা, চেন্নাই, দিল্লী, আন্দামানের মতো রাজ্যে পাড়ি দেন । কার্যত সারা বছরই কাজ মেলে সেখানে ।

টানা দু, তিনমাস কাজের পর বেশিরভাগ পরিযায়ী শ্রমিক বাড়িতে ফেরেন। সেখানে কয়েকদিন কাটিয়ে ফের রোজগারের আশায় পাড়ি দেন ভিনরাজ্যে । তাঁদের দাবি, বাসন্তী বা গোসাবা এলাকায় দিন মজুরির কাজ করলে ৩০০ থেকে ৪০০ টাকা মেলে, সেখানে ভিনরাজ্যে কাজ করে দৈনিক বারোশো থেকে পনেরশো টাকা মেলে । ফলে দু-তিনমাস বাদে বাড়ি ফিরলে একসাথে অনেকটা মোটা টাকা নিয়েই ফিরতে পারেন এইসব পরিযায়ী শ্রমিকরা । আর সেই কারণেই দিনের পর দিন ভিনরাজ্যে কাজে যাওয়ার প্রবণতা বাড়ছে তাঁদের মধ্যে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube