
।। স্বর্ণালী মান্না ।।
সোমবার গোয়াতে শুরু হল ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । গোয়ার শ্যামা প্রসাদ মুখার্জি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই উৎসব । তথ্য ও সপ্রচার মন্ত্রী অনুরাগ সিংহ ঠাকুর এদিন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন । ব্রিটিশ ছবি ‘ক্যাচিং ডাস্ট’ দিয়ে শুরু হয় এদিনের যাত্রা । এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ।
এবারের চলচ্চিত্র উৎসবে থাকছে নতুন চমক । আন্তর্জাতিক বিভাগে আগের বারের তুলনায় ১৮টি অতিরিক্ত ছবি দেখানো হবে বলেই জানা যাচ্ছে । চলচ্চিত্র উৎসব অংশগ্রহণ করতে চেয়ে ১০৫টি দেশ থেকে মোট ২৯২৬টি ছবি প্রদর্শনের আবেদন জমা পড়েছে বলেও খবর ।
২০২৩ সালের এই ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৩টি ওয়ার্ল্ড প্রিমিয়ার সহ, ১৮টি আন্তর্জাতিক প্রিমিয়ার, ৬২টি এশিয়া প্রিমিয়ার ও ৮৯টি ভারতীয় প্রিমিয়ার থাকতে চলেছে । এবছর নজির গড়ল বিদেশি ছবির আবেদনগুলি । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, গত বছরের তুলনায় চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে চেয়ে এই বছর তিন গুন বেশি আবেদন জমা পড়েছে । মোট আবেদন জমা পড়েছে ২৯২৬টি; অংশগ্রহণ করছে বিশ্বের ১০৫টি দেশ ।
সব মিলিয়ে মোট ২৭০ টিরও বেশি ছবি প্রদর্শিত হতে চলেছে এই বছরের চলচ্চিত্র উৎসবে । বাছাই করা হয়েছে ৪টি প্রেক্ষাগৃহ । ‘ইন্ডিয়ান প্যানোরামা’ বিভাগে ২৫টি কাহিনীমূলক বা ফিচার ফিল্ম থাকছে; অন্যদিকে তথ্যচিত্র বা নন ফিচার ফিল্ম থাকছে ২০টি । ‘ইন্ডিয়ান প্যানোরামা’ তে কাহিনীমূলক ছবির প্রদর্শনী শুরু হতে চলেছে মালায়ালাম ছবি ‘আট্টাম’ দিয়ে ।অন্যদিকে নন ফিচার ফিল্ম শুরু হতে চলেছে মণিপুরের ‘অ্যান্ড্রো ড্রিমস’ দিয়ে ।
- নিয়োগ দুর্নীতি নিয়ে নোটিস হাইকোর্টের - December 6, 2023
- মিগজাউমে বানভাসি তামিলনাড়ু, পাশে থাকার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের - December 6, 2023
- পাহাড়ের পথে মুখ্যমন্ত্রী - December 6, 2023