
সোমবার হঠাৎই শালিমার-পুরী আপ ধৌলি এক্সপ্রেসের কামরার নিচ থেকে বেরোতে দেখা যায় ধোঁওয়া । স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক । দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন ।
এদিনের ঘটনায় জানা যাচ্ছে, আন্দুল স্টেশন পার করে কিছুটা যাওয়ার পরেই সরস্বতী নদীর উপরে ১৭ নম্বর রেল ব্রিজের কাছে ধোঁয়া দেখা যায় একটি কামরার নিচের দিকে । এই ঘটনার জেরে দাঁড়িয়ে পড়ে ট্রেন । সূত্রের খবর অনুযায়ী জানান গিয়েছে, ট্রেনের তৃতীয় বগির নিচে এই ধোঁয়া দেখা যায় । ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা ।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, চাকার ব্রেকের ঘর্ষণের কারণেই ঘটে এই বিপত্তি । কোন আগুন লাগার ঘটনা এটি নয় বলেই জানা গিয়েছে । ব্রেকের সিস্টেম গরম হয়ে যাওয়ার জেরেই ধোঁয়া নির্গত হচ্ছিল । তবে তা দ্রুত ঠিক করে দেওয়া হয় বলেই জানা যায় । এরপর ট্রেনটি পুনরায় রওনা দিয়েছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে ।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023