
।। গৌতম রায় ।।
সবরমতির ধার থেকে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে ফিরে আসছে টিম ইন্ডিয়া । ফাইনালে হুমড়ি খেয়ে পড়ল অশ্বমেধের ঘোড়া । সেই অস্ট্রেলিয়ার কাছে হেরেই বিশ্বকাপ হাতছাড়া । ভারতকে ৬ ইউকেটে হারিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া । কুড়ি বছর আগের বদলা নেওয়া হল না । ২০০৩-এ রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরেই দৌড় থেমেছিল সৌরভের ভারতের । ফিরে এল সেই দুঃস্বপ্ন । নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভেঙে পড়ল রোহিতের টিম ইন্ডিয়া । তবে এদিনও শুরুটা একই রকমভাবে হয়েছিল । অধিনায়ক রোহিতের আউটের পরেই চাপে পড়ে যায় ভারত । কোচ রাহুল দ্রাবিড়ও ম্যাচ শেষে জানিয়ে গেলেন, রোহিতের আউটটাই টার্নিং পয়েন্ট ।
টুর্নামেন্টের সেরার ট্রফি নিয়ে আনন্দ করতে পারলেন না বিরাট কোহলি । গোটা টুর্নামেন্ট দুরন্ত ফর্মে ছিলেন । রান করেছেন ৭৬৫ । যা সবার চেয়ে বেশি । পুরো টুর্নামেন্ট তুখোড় ফর্মে থেকেও দলকে চ্যাম্পিয়ন করতে পারলেন না । তাই বেদনার আবহে ঢুকে পড়ল সেরার স্বীকৃতি । হতে পারত তার বিশ্বকাপ, কিন্তু সেরা হয়েও তা হল না । ট্র্যাজিক হিরো হয়েই থেকে যেতে হল কিং কোহলিকে ।
আর একজন মহম্মদ সামি । কী প্রত্যাবর্তন ঘটালেন এই বিশ্বকাপে । দলের কম্বিনেশনের স্বার্থে ৪টি ম্যাচে তাঁকে বাইরে বসে থাকতে হয়েছিল । কিন্তু দলে ফিরেই বাকি টুর্নামেন্টে বল হাতে নিয়েই আগুন ঝরালেন । ৭ ম্যাচে সবার চেয়ে বেশি ২৪টি উইকেট তুলে নিলেন । কোহলির পাশে সমান উজ্জ্বল সামি । ভারতের আরেক টড়্যাজিক নায়ক । বেদনার গভীরে ডুবে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সবার কাছে আর্জি জানালেন, দলের পাশে থাকুন ।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023