
।। গৌতম রায় ।।
ওভার টু আহমেদাবাদ । ভারত জুড়ে স্লোগান এখন একটাই । আহমেদাবাদে এখন ক্রিকেটপ্রেমীদের মিলন মেলা । যারা সেখানে নেই, তাঁদেরও নজরে শুধুই আহমেদাবাদ । অপেক্ষা । প্রহর গোনা । চলছে কাউন্ট ডাউন । বিশ্বকাপ ফাইনাল । পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে টিম ইন্ডিয়া । উত্তেজনা, উন্মাদনায় ফুটছে গোটা দেশ । ১৯৮৩’র ২৫ জুন । লর্ডসে প্রথমবার বিশ্বকাপ তুলে ধরেছিলেন কপিল দেব নিখাঞ্জ । ২৮ বছর পর ২০১১’য় ওয়াংখেড়েতে দ্বিতীয়বার বিশ্বকাপে চক দে । বিশ্বচ্যাম্পিয়ন ধোনির ভারত । রবিবারের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয়বার কাপ ছুঁতে মরিয়া টিম ইন্ডিয়া । এই ভারতকে সমীহ করা ছাড়া উপায় নেই, ভালই জানে অজি ব্রিগেড । তবু তাঁরা ভরসা রাখছে অভিজ্ঞতায় । বিশ্বকাপ জেতার অভিজ্ঞতায় ।
২০০৩ সালে এই অসট্রেলিয়ার কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল সৌরভের ভারতের । তাই ভারতের সামনে ফাইনালে হারের বদলা নেওয়ার সুযোগ । একটা আবেগ কাজ করছে ভারতীয় শিবিরে । তাছাড়া ফাইনাল বলে কথা আর একটা আবেগ থাকেই । তৈরি হয় একটা উত্তেজনা । ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য স্পষ্টই জানিয়ে দিলেন, সব আবেগকে দূরে সরিয়ে তাঁরা চ্যালেঞ্জ নিতে তৈরি ।
একটা আলোচনা শোনা যাচ্ছে, আজ উইনিং কম্বিনেশন ভেঙে রবিচন্দ্রন অশ্বিঙ্কে খেলানোর একটা সম্ভাবনা আছে । রোহিত এই প্রশ্নটাকে একেবারে উড়িয়ে দিলেন না । জানিয়ে দিলেন, পিচের অবস্থা দেখেই প্রথম একাদশ ঠিক করা হবে । সব সম্ভাবনার দরজাই খোলা আছে বলে জানান হিটম্যান ।
ভারত অধিনায়ক মনে করেন যোগ্য দু’টি দলই ফাইনালে উঠেছে । অস্ট্রেলিয়ার প্রশংসাও রোহিতের মুখে । পাশাপাশি নিজের দলের বোলারদের ভূয়সী প্রশংসা । প্রচণ্ড ভরসা রাখছেন তাঁর বোলারদের উপর । বিশেষ করে সামি দলে যেভাবে প্রত্যাবর্তন ঘটিয়েছেন, তাতে মুগ্ধ অধিনায়ক ।
অস্ট্রেলিয়া সব সময় কঠিন প্রতিপক্ষ, জানেন রোহিত । মেনে নিচ্ছেন এই মুহূর্তে অস্ট্রেলিয়া খুব ভালো খেলছে, তাই যথেষ্ট গুরুত্ব দিচ্ছে প্রতিপক্ষকে । তবে ভয় পাচ্ছেন না । জানিয়ে দিলেন তাঁরা ফোকাসড আছেন ।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023