
রবিবার ছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ । আর সেই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের পরাজয় মেনে নিতে না পেরে আত্মহত্যা করল এক কিশোর । মৃতের নাম রাহুল লোহার । রবিবার রাতে বাঁকুড়ার বেলিয়াতোড়ে ঘটে গেল এমনই এক মর্মান্তিক ঘটনা ।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় ‘ক্রিকেট পাগল’ হিসেবেই পরিচিত ছিল বেলিয়াতোড় সিনেমা হল এলাকার বাসিন্দা রাহুল লোহার । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অন্যের দোকানে কাজ করেই সংসার চলত তাদের । বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের পরাজয় মেনে নিতে না পেরে খেলা শেষে বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে; এমনটাই স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে । এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
পরে পুলিশ খবর পেয়ে রাত এগারোটা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে । পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে । ইতিমধ্যেই ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ । পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে ।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023