ছটপুজো উপলক্ষে নদীর ঘাটে চলছে সূর্যদেব ও ঊষার আরাধনা

ছটপুজো পালন করা হয় কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে । মুর্শিদাবাদের জঙ্গিপুর গঙ্গার ঘাট এবং রঘুনাথগঞ্জ সদরঘাট গঙ্গার ঘাটে সূর্যদেব এবং তাঁর স্ত্রী ঊষার আরধনায় সোমবার ভোর থেকেই উপস্থিত হলেন ছট ব্রতীরা । প্রাচীন রীতিমতো এই ছট পূজো পালিত হয় এদিন ।

অস্তাচলে যাওয়া এবং উদীয়মান সূর্যকে ফলমূল দিয়ে ডালা সাজিয়ে নিয়ে পুজো করা হয় । গঙ্গা জলে দাঁড়িয়ে সূর্য পত্নী ঊষা অর্থাৎ ছট্টীমায়ের উদ্দেশে অর্ঘ্য দেওয়া হয় । জানা যায় এই পুজোর মূল ভোগ ঠেকুয়া ।

ছট ব্রতীরা কালিপুজোর পর থেকে ছয়দিন ধরে নিরামিষ আহার করে থাকেন । দু’দিন আগে লাউ-ভাত খান তাঁরা । প্রথম দিন সারাদিন নির্জলা উপবাস থেকে রাত্রে ক্ষীরভাত সহ পুরি ভোগ দেওয়া হয় । জানা যাচ্ছে, এই সবটাই কাঠের জ্বালানিতে তৈরী করা হয় । রবিবার গঙ্গার ঘাটে অস্তাচলে যাওয়া সূর্যদেব এবং সোমবার উদীয়মান সূর্যকে অর্ঘ্য প্রদান করা হয় ।

বর্তমানে এই ছটপুজো সার্ব্বজনীন রুপ নিয়েছে । এই সূত্রে গঙ্গার ঘাটে প্রচুর মানুষের সমাগম ঘটে । আশেপাশের প্রচুর এলাকা থেকেই রঘুনাথগঞ্জ সদরঘাটে ছট পূজা উপলক্ষে সাধারণ মানুষের ভিড় থাকে চোখে পড়ার মত।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube