অর্থাভাবে বিকোচ্ছে শিশু, কাঠগড়ায় মা!

অর্থাভাবের জেরে প্রকাশ্য এল এক মর্মান্তিক ছবি । এক মা ব্যবসায়ী দম্পতির হাতে তুলে দিলেন নিজের ১৮ দিনের পুত্র সন্তানকে । বিনিময়ে নিলেন দেড় লক্ষ টাকা । শনিবার ঘটনাটি ঘটেছে মালদহে ।

স্বামী ভিন রাজ্যে কাজ করেন । সংসারে লেগেই রয়েছে অনটন ও অর্থাভাব । প্রায়ই সঠিক পরিমাণে জোটে না খাবার । পরিবারে রয়েছে এক বছরের শিশু সন্তান । তবে চলতি মাসের ১ তারিখ আবার একটি পুত্র সন্তানের জন্ম দেন মা । কিন্তু এতটাই খিদের তাড়না ১৮ দিনের খুদেকে এক ব্যবসায়ী দম্পতির কাছে দেড় লক্ষ টাকায় বিক্রি করার অভিযোগ মায়ের বিরুদ্ধে ।

শিশু বিক্রি করার অভিযোগ নিজের মুখে স্বীকারও করে নিয়েছেন অভিযুক্ত মা । যদিও এই বিক্রি করার খবর জানাজানি হতেই স্থানীয় এক তৃণমূল নেতা শিশুটিকে ওই ব্যবসায়ী দম্পতির কাছ থেকে এনে মায়ের কোলে তুলে দেয় বলে জানা গিয়েছে । একই সঙ্গে জানা যাচ্ছে ওই দেড় লক্ষ টাকা স্থানীয় সেই তৃণমূল নেতা অভাবী মায়ের কাছ থেকে কেড়ে নেন ।

পরবর্তীতে গ্রামের সালিশিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা ফেরত দিলেও ত্রিশ হাজার টাকা এখনও ফেরত দেননি নেতা । অন্যদিকে ওই ব্যবসায়ী দম্পতি সন্তান কেনার অভিযোগটিও অস্বীকার করে গিয়েছেন। আর তৃণমূল নেতার দাবি তিনি শুধু এই বাচ্চা বিক্রি আটকেছেন । কোনরকম টাকা তিনি নেননি বলেই দাবি করেছেন ।

অন্যদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি । তাঁদের দাবি রাজ্য কর্মসংস্থান নেই; এতটাই অভাব যে শিশুকে বিক্রি করতে বাধ্য হচ্ছেন মা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube