
বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলা । রবিবার বিশ্বকাপের আগে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে লাগানো হল ৩০০ ফুটের জাতীয় পতাকা । ভারতের মাটিতে পদক জয়ের হাতছানি আশা জাগাচ্ছে সকলের মনে ।
আজ বিশ্বকাপ ফাইনাল । ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার অনবদ্য ব্যাটিং ও বোলিং কাঁপাচ্ছে ভারতীয়দের । ২০০৩ সালে তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত । এবছর আবার সেই অস্ট্রেলিয়া । আহমেদাবাদে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া । আর তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্রিকেট প্রেমীদের উচ্ছাস তুঙ্গে ।
রবিবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বহরমপুরে সাধক নরেন খ্যাপা স্মৃতি মন্দির মধু বর্ষণ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের পাশে নরেন খ্যাপার সদস্যরা ও এলাকার বাসিন্দাদের উদ্যোগে ৩০০ ফুটের জাতীয় পতাকা লাগানো হল । এছাড়াও ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড়ের ছবি সহ বিরাট কোহলি এবং প্রাক্তন দুই ভারত অধিনায়কদের ছবি লাগান হয়েছে । রবিবার সকাল থেকেই সেজে উঠছে সদর বহরমপুর শহর।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023