বিশ্বকাপের মেজাজে বাঁকুড়া

রাত পোহালেই শুরু হতে চলেছে বিশ্বকাপের ফাইনাল । আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আবারও মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া । তবে ২০০৩-এর বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি নয় । এবার ভারতের হাতেই উঠবে বিশ্বকাপ; এমনই আত্মবিশ্বাসে সেজে উঠেছে বাঁকুড়া শহর ।

একদিকে দেখা যাচ্ছে জাতীয় পতাকা তো অন্যদিকে বিশ্বকাপের বিশাল বিশাল রেপ্লিকা দিয়ে সেজে উঠছে গোটা বাঁকুড়া । তবে সাজানর দৌড়ে বাদ পড়েনি রোহিত, কোহলিদের কাট আউটও । খেলওয়ারদের কাট আউটে ভরেছে বাঁকুড়ার রাস্তাঘাট । পাশাপাশি মুহুর্মুহু উঠছে দেশের নামে জয়ধ্বনি ।

এবার বিশ্বকাপের গোড়া থেকেই আশা জাগাচ্ছে ভারত । একটিও ম্যাচে না হেরে ভারতের বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর নিদর্শন এই প্রথমবার । স্বাভাবিকভাবেই তৃতীয় বারের জন্য ভারতের বিশ্বকাপ জেতা এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন সমগ্র দেশবাসী । একের পর এক ম্যাচে রোহিত, কোহলি, সামি, বুমরাদের নজিরবিহীন পারফরম্যান্স সেই আশায় অক্সিজেন জুগিয়েছে ।

সারা দেশের পাশাপাশি বাঁকুড়ার মতো প্রান্তিক জেলা শহরও বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটছে উত্তেজনার উত্তাপে । সময় যত গড়াচ্ছে উত্তেজনার পারদও ততই চড়ছে । ইতিমধ্যেই শহরের পাড়ায় পাড়ায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে ফাইনাল খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube