আমহার্স্ট স্ট্রিট থানায় রহস্যমৃত্যু! উঠছে পিটিয়ে খুন করার অভিযোগ

।। স্বর্ণালী মান্না ।।

বুধবার থানায় ডেকে পাঠানো হয়েছিল ব্যবসায়ী অশোক সাউকে । এরপরই তাঁকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তুললেন যুবকের পরিবারের সদস্যরা । অভিযোগের তির উঠছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশের বিরুদ্ধে । এদিনের ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে আমহার্স্ট স্ট্রিট চত্ত্বর । ভাইফোঁটার সন্ধ্যাতেই  কার্যত অবরুদ্ধ হয়ে যায় কলেজ স্ট্রিটও ।

এদিনের ঘটনায় মৃতের পরিবারের দাবি চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন কেনার অভিযোগে থানায় ডেকে পাঠানো হয় অশোক সাউ নামে এক ব্যবসায়ীকে । তাঁদের দাবি থানায় ডেকে তাঁকে জেরা করার সময় মারধর করা হায় তাঁকে; পাশাপাশি তাঁর শরীরেও মেলে একাধিক আঘাতের চিহ্ন । আর তার জেরেই মৃত্যু হয় ওই ব্যক্তির, এমনটাই দাবি পরিবার সূত্রের ।

ঘটনার সূত্রপাত একটি মোবাইল কেনা নিয়ে । পরিবারের সদস্যদের দাবি, বেশ কিছু দিন আগে একটি মোবাইল কিনেছিলেন পান দোকানের মালিক, অশোক সাউ । আর তার পরেই বুধবার দুপুরে আমহার্স্ট স্ট্রিট থানায় ডেকে পাঠানো হয় তাঁকে । কর্তব্যরত পুলিশ আধিকারিকদের দাবি অনুযায়ী, তাঁকে জানানো হয় সেই ফোনটি চুরির ফোন । এরপর তাঁর পরিবারকে খবর পাঠিয়ে বলা হয় থানায় মৃত্যু হয়েছে অশোক সাউয়ের । পরিবারের এক সদস্য থানায় তাঁকে মৃত অবস্থায় দেখে সামাজিক মাধ্যমে একটি লাইভ ভিডিও ভাগ করে নেন ( যার সত্যতা যাচাই করেনি নিউজ টাইম ) ।

এই ঘটনা ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে আমহার্স্ট স্ট্রিট চত্ত্বর । অবরুদ্ধ হয়ে যায় কলেজ স্ট্রিটের রাস্তা; যার জেরে ব্যাহত হয়ে যায় যান চলাচল । পুলিশের বিরুদ্ধে পিটিয়ে খুন করার অভিযোগে সরব হয়েছেন মৃতের পরিবারের সদস্যরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube