
কলকাতায় ফের ঘটল অগ্নিকাণ্ড । চাঁদনি চকে একটি বহুতলে এদিন হঠাৎই আগুন লেগে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেয় দমকলের ৬ টি ইঞ্জিন । শনিবার সকাল সাড়ে ১০ টার সময় ৯ নম্বর ম্যাডান স্ট্রিট এলাকায় আগুন লেগে যায় । তবে কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় । কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ ।
শনিবার সকালে চাঁদনি চকের একটি বহুতলে আচমকাই আগুন লেগে যায় । দ্রুত সেই বহুতল খালি করতে মাইকিং শুরু করে পুলিশ । অন্ধকারে ঢেকে যায় বহুতলটি । আগুনের উৎসস্থল চিহ্নিত করার চেষ্টা চালান দমকলকর্মীরা ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই বহুতলে মূলত বিভিন্ন ইলেকট্রনিক্স দোকান রয়েছে । তার মধ্যেই একটি টিভির দোকানে আগুন লেগেছে, প্রাথমিক তদন্তে দমকলের অনুমান । সকালে আগুন লাগায় প্রায় সমস্ত দোকানই বন্ধ ছিল । যে দোকানগুলি খোলা ছিল সেখান থেকে প্রত্যেককেই বের করে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে । আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের ।
সুদীপ্ত বিট, ফায়ার অফিসার (সাউথ ডিভিশন) এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে; দোতলার শেষের অংশে একটি মোবাইলের দোকানে এদিন আগুন লেগেছিল । তবে কী থেকে আগুন লাগে এখনও পর্যন্ত তা জানা যায়নি বলেই তাঁর দাবি । পাশাপাশি তিনি এও জানান, দমকলের পক্ষ থেকে প্রতিটি দোকান খুলে দেখা হচ্ছে কোথাও পকেট ফায়ার রয়েছে কি না । প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, এই বহুতলে কোন দোকানেই অগ্নিনির্বাপক যন্ত্র ছিল না।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023