
সিনেমাতে কৃত্রিম বৃষ্টি আমরা বহুবার দেখেছি। তবে সেটা জলের গাড়ি ও শাওয়ার ব্যবহারের মাধ্যমে। কিন্তু সরাসরি আকাশের মেঘ ফাটিয়ে স্থানীয় ভাবে কৃত্রিম বৃষ্টি নামানো ! বাস্তবের মাটিতে তাও সম্ভব ? তেমনি অভিজ্ঞতার সাক্ষী হতে পারে রাজধানীবাসী।
ধোঁয়াশার জন্য এই দূষণের মাত্রা কমাতে চলতি মাসের শেষের দিকে রাজধানীতে কৃত্রিম ভাবে বৃষ্টি নামানোর ভাবনাচিন্তা শুরু করেছে দিল্লির আপ সরকার। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই আইআইটি কানপুরের বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করেছেন। বিজ্ঞানীরা তাঁদের পেশ করা প্রাথমিক রিপোর্টে লিখেছেন, বাতাসে জলীয় বাষ্প বা মেঘ থাকলে তবেই এই কৃত্রিম বৃষ্টি নামানো সম্ভব। আবহাওয়ার পূর্বাভাস, আগামী ২০-২১ নভেম্বর দিল্লিতে তেমন পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। তাই চলতি মাসের শেষেই তা করা সম্ভব হতে পারে। রিপোর্টে উল্লেখ, আগামি ২০-২১ নভেম্বর প্রথম দফায় ৩০০ ব.কিমি অঞ্চল, ও পরে দ্বিতীয় দফায় ১০০০ ব.কিমি অঞ্চলে কৃত্রিম বৃষ্টি নামানো যেতে পারে যার মোট খরচ ১৩ কোটি টাকা।
দূষণরোধ নিয়ে বৃহষ্পতিবার রাতে জরুরী বৈঠকের পর গোপাল রাই দিল্লির মুখ্যসচিব নরেশ কুমার কে নির্দেশ দিয়েছেন, কানপুর আইআইটির সঙ্গে যোগাযোগ করে এর জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে। পাশাপাশি কেন্দ্রের সংশ্লিষ্ট যে যে মন্ত্রক ও সংস্থার অনুমোদন প্রয়োজন তাদের ও চিঠি দিতে। যাবতীয় খরচ দিল্লি সরকার ই বহন করবে বলেও জানিয়েছেন তিনি।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023