
।। স্বর্ণালী মান্না ।।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন আগামী ৫ বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে । সেই ঘোষণাকে কেন্দ্র করে এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস । জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেল । প্রসঙ্গত জানা যাচ্ছে, শনিবার ছত্তিসগড়ের দুর্গে এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নির্বাচনী ঘোষণা করেছিলেন । তিনি জনসমক্ষে বলেন বিনামূল্যে রেশনের যে প্রকল্পটি এখনও চলছে সেটি আরও ৫ বছর চালানো হবে ।
নির্বাচনী প্রচারে গিয়ে এই ধরণের ঘোষণা স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণ করেছে বিরোধীদের । নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর সেই জায়গায় নির্বাচনী আচরণবিধি অথবা ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ লাগু হয়ে যায় ।
তৃণমূলের অভিযোগ, এই নীতিগত সিদ্ধান্ত কিছুদিন আগে বা পরেও ঘোষণা করা যেত । কিন্তু ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে এই ঘোষণা আসলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা , যা সরাসরি নির্বাচনী আচরণবিধি ভঙ্গের সামিল।
- নিয়োগ দুর্নীতি নিয়ে নোটিস হাইকোর্টের - December 6, 2023
- মিগজাউমে বানভাসি তামিলনাড়ু, পাশে থাকার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের - December 6, 2023
- পাহাড়ের পথে মুখ্যমন্ত্রী - December 6, 2023