
।। গৌতম রায় ।।
যা আশঙ্কা করা গিয়েছিল, তাই হল । রক্ষণের জন্য ভরাডুবি হল মোহনবাগান সুপার জায়ান্টের । এএফসি কাপে বসুন্ধরা কিংস প্রথম পর্বের ম্যাচেই দেখিয়ে দিয়েছিল বাগান রক্ষণের সব দুর্বলতা । সেই ম্যাচে দুবার এগিয়ে গিয়েও ম্যাচ ২-২ গোলে ড্র করে ফিরতে হয়েছিল । আর মঙ্গলবার ঢাকায় অ্যাওয়ে ম্যাচে তো হেরেই গেল সবুজ মেরুন ।
তারকা খচিত দল । সোনায় বাঁধানো আক্রমণভাগ । কিন্তু রক্ষণে যে হাজার সমস্যা! রক্ষণের মূল স্তম্ভ হেক্টর ইউস্তের দুর্বলতাগুলো দিনে দিনে প্রকট হচ্ছে । ভীষণ স্লো । টার্নিং খারাপ । ব্রেন্ডন হ্যামিল আহামরি কিছু নন । ফলে সেন্ট্রাল মিডফিল্ডের নড়বড়ে অবস্থা । আনোয়ার চোট পেয়ে ছিটকে যাওয়ার সমস্যা আরও বেড়েছে । ভারসাম্যটাই নষ্ট হয়ে গিয়েছে । শুধু একটা ম্যাচে হার নয় , এই রক্ষণ নিয়ে আগামী দিনেও ভুগতে হবে মোহনবাগানকে । শক্তিশালী প্রতিপক্ষের সামনে এই রক্ষণের জন্য সমস্যায় পড়টে হবে, এটা পরিষ্কার । সেন্ট্রাল ডিফেন্স নিয়ে নতুন করে ভাবতেই হবে ফেরান্দোকে ।
মাঝমাঠে গ্লেন মার্টিনস ছাড়া ব্লকার নেই, ফলে সব চাপও এসে পড়ছে রক্ষণের উপর । এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ফেরান্দো কী করেন, ম্যানেজমেন্ট কী করে সেটাই এখন দেখার ।
মোহনবাগানের আরও একটা সমস্যা আর্মান্দো সাদিকু । বেশ মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন । হাইপ্রোফাইল ফুটবলার । ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে আলবেনিয়ার প্রতিনিধিত্ব করেছেন । এত উঁচু মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে, অথচ সবুজ মেরুন জার্সি পরে কিছুতেই নিজেকে চেনাতে পারছেন না । সুযোগ তো কম পাননি! কিন্তু এখনও নির্ভরতা দিতে পারছেন না । তাঁকে নিয়ে দুশ্চিন্তায় যেমন রয়েছেন কোচ হুয়ান ফেরান্দো, তেমনই ভাবতে হচ্ছে ম্যানেজমেন্টকে ।
আপাতত জনি কাউকোর জন্য অপেক্ষা করছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট । কাউকো ম্যাচ ফিট হয়ে গেলে সাদিকুকে ছেড়ে দিয়ে তাঁকে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার পরিকল্পনা আছে ম্যানেজমেন্টের । মোহনবাগানের এই দলে কাউকোকে খুব দরকার । তাই আপাতত তাঁর ম্যাচ ফিট হয়ে ওঠার দিকে তাকিয়ে রয়েছে বাগান ম্যানেজমেন্ট ।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023