ইডি-র নজরে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী!

ইডির নজরে এবার কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল । গতকাল প্রেস বিবৃতি জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, আরবে মহাদেব বেটিং অ্যাপের কর্মকর্তাদের কাছ থেকে ৫০৮ কোটি টাকা নিয়েছেন তিনি ।

ইডি-র তরফে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে যে সংস্থার মাধ্যমে টাকা পাঠানো হত, সেই সংস্থার এক ব্যক্তি ধরা পড়েছে। ছত্তিশগড়ে কংগ্রেসকে টাকা দেওয়ার জন্য আরব থেকে তাকে পাঠানো হয়েছিল ভারতে । ধৃতের কাছ থেকে নগদ ৫ কোটি ৩৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে ।ইতিমধ্যে ওই সংস্থার ৪৫০ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে ।

ইডি-র দাবি, ধৃত ব্যক্তির ফোনের ফরেনসিক পরীক্ষা ও একটি ইমেল পরীক্ষা করে জানা গিয়েছে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলকে নিয়মিত টাকা পাঠানো হয়েছে ওই অ্যাপ সংস্থা থেকে । এই অভিযোগের ভিত্তিতে মুখ খুলেছেন ভূপেশ বাঘেল । সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন । গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, ‘ছত্তিশগড়ে আয়কর বিভাগ, ইডি, সিবিআইকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছে বিজেপি ।’

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube