আদালতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

।। স্বর্ণালী মান্না ।।

দাসের মতো কাজ করছে পুলিশ, মন্তব্য ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের । কাঁথি পুরসভার গ্রিন সিটি  মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারীর বিরুদ্ধে । এই মামলায় তাঁকে পুলিশি নোটিস পাঠানো হলে বুধবার তা খারিজ করে দেয় আদালত ।

সূত্রের থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, কাঁথি পুরসভার গ্রিন সিটি  মিশন প্রকল্পের অধীনে বাতিস্তম্ভ লাগানোকে কেন্দ্র করে আনা হয় দুর্নীতির অভিযোগ । সেই মামলাতে তাঁকে সাক্ষী করতে চেয়ে নোটিস পাঠায় পুলিস । আর এই বিষয়েই আদালতের দ্বারস্থ হন কৃষ্ণেন্দু ।

বুধবার আদালতে এই বিষয়ে শুনানি হলে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয় পুলিশকে ।  পাশাপাশি এগরার এসডিপিওকে ৫ লক্ষ টাকার জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । তাঁর পর্যবেক্ষণ, উর্দির অশোকস্তম্ভের সম্মান করতে ব্যর্থ হয়েছেন তিনি ।

তবে এই মামলায় আপাতত স্বস্তি পেলেন শিশিরপুত্র কৃষ্ণেন্দু । আদালতের নির্দেশে কৃষ্ণেন্দু অধিকারীকে পুলিশ আর কোনও নোটিস পাঠাতে পারবে না বলেও জানিয়ে দেন বিচারপতি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube