
বিস্ফোরণে কেঁপে উঠল কেরলের এর্নাকুলাম এলাকা । রবিবার সকালে কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণ হয় । এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে । জখম হয়েছেন প্রায় ২৫ জন।
রবিবার জিহোভা কনভেনশন সেন্টারে একটি ধর্মীয় সংগঠনের অনুষ্ঠান চলছিল । সেই সময়ই বিস্ফোরণ হয় অলে জানা যাচ্ছে । কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি । প্রত্যক্ষদর্শীদের দাবি, দশ মিনিটের মধ্যে দুটি বিস্ফোরণ ঘটেছে । ইতিমধ্যেই জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে । ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য পুলিশ, বম্ব স্কোয়াড, ফরেনসিক দল ও এনআইএ-র টিম । বিস্ফোরণে জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।
স্থানীয়দের দাবি, তিন দিন ধরে কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলছিল । রবিবারই ছিল অনুষ্ঠানের শেষ দিন । রবিবার সেখানে প্রায় ২ হাজার জন ছিলেন বলে দাবি উঠছে । সকাল ৯.৪০ নাগাদ প্রথম বিস্ফোরণ ঘটে । ১০ মিনিট বাদে আরেকটি বিস্ফোরণ ঘটে বলে দাবি করা হচ্ছে ।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023