NCERT বইয়ে স্থান পেল “ভারত”

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। স্বর্ণালী মান্না ।।

আর ইন্ডিয়া নয়; NCERT বইয়ে এবার থেকে দেশের নাম লেখা হতে চলেছে ভারত । বুধবার NCERT -এর প্রস্তাবে সমর্থন করেছে প্যানেলও ।

প্রসঙ্গত জি-২০ সামিটের সময় শুরু হয়েছিল এই বিতর্ক । দেখা গিয়েছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র নামাঙ্কিত আমন্ত্রণ পত্রে লেখাছিল “প্রেসিডেন্ট অফ ভারত” । তখনই নানান বিতর্কের মধ্যে দিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক জল্পনা । প্রশ্ন উঠতে থাকে তাহলে কি সরকারি ভাবেই ইন্ডিয়ার নাম বদলে সত্যিই কি ভারত নামে নতুন করে পরিচিত হত্বে চলেছে এই দেশ ?

অপর দিকে এই প্রস্তাবটির পরিপ্রেক্ষিতে উঠে আসে দেশের সংবিধানটিও । দেশের সংবিধানের প্রথম আর্টিকেলে আজও লেখা রয়েছে “India, that is Bharat..” । সে ক্ষেত্রে ইন্ডিয়া নামটি সরকারি ভাবে বাদ দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে পরিষ্কারভাবে কোনও কিছুই জানানো হয়নি মোদী সরকারের পক্ষ থেকে ।

আর আজ সরকারি সংস্থা NCERT -এর যে সকল পাঠ্যপুস্তক রয়েছে তাতে এই বদল আনার কথা জানা গিয়েছে । NCERT -এর পক্ষ থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল প্যানেলের কাছে । ইতিমধ্যেই সেই প্রসাবটি গ্রহণ করা হয়েছে প্যানেলের পক্ষ থেকে । যার জেরে আগামী দিনে NCERT -র প্রকাশিত বইগুলিতে ইন্ডিয়ার বদলে থাকতে চলেছে “ভারত” নামটি ।

এখন দেখার বিষয় আগামী দিনে এই বিষয়টি নিয়ে সরকার কী কী পদক্ষেপ নিতে চলেছে । দেশের নাম বদল করতে গেলে তা সাংবিধানিক স্তরেও আনার প্রসঙ্গ তুলেছেন বিশেষজ্ঞরা । সে ক্ষেত্রে অনেক সাংবিধানিক পদের নামেও বদল ঘটতে পারে বলেই মত একাংশের ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube