সুইডেনে রহস্যমৃত্যু দুর্গাপুরের ছাত্রীর

।। স্বর্ণালী মান্না ।।

সুইডেনে রহস্যজনক ভাবে মৃত্যু হল গবেষণারত এক ছাত্রীর । মৃত পড়ুয়ার বাড়ি দুর্গাপুরের ডিপেএল কলনিতে । মৃতার নাম রোশনি দাস, তাঁর বয়স হয়েছিল ৩২ বছর । দুর্গাপুরের বাড়িতে শোকে বিহ্বল তাঁর একাকী মা ।

সুইডেনে ইন্টিগ্রেটিভ মেডিক্যাল বায়োলজি নিয়ে গবেষণা করতে গিয়েছিলেন ৩২ বছর বয়সী রোশনি দাস । ২০১৮ সাল থেকে সুইডেনের স্টকহোমে উমিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণার ছাত্রী ছিলেন তিনি । এদিন মৃতার পরিবারের সাথে কথা বলে জানা যাচ্ছে তাঁর গবেষণার কাজ প্রায় শেষ হয়ে এসেছিল ।

গত ১৩ অক্টোবর লালবাজার ভবানী ভবন থেকে তাঁর বাড়িতে খবর আসে রোশনি দাস বিদেশে খুন হন । এরপরেই তাঁর পরিবারের পক্ষ থেকে ভারতের বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয় । আবেদন করা হয় মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য ।

অপরদিকে জানা যাচ্ছে এই ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃত ব্যক্তি সুইডেনের এক নাগরিক । তবে এই খুনের নেপথ্যে কী কারণ রয়েছে তা এখনও পর্যন্ত বলতে পারছে না সুইডেন সরকার ।

মেধাবী ছাত্রীর এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে শকের ছায়া নেমে আসে এলাকায় । শোকে ভেঙে পড়েছেন তাঁর মা ও অন্যান্য আত্মীয়স্বজনরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube