
।। স্বর্ণালী মান্না ।।
বৃহস্পতিবার তীব্র ভর্ৎসনার সম্মুখীন হলেন মিছিল ও ধরনার অনুমতি চাওয়া আন্দোলনকারীরা । এদিন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের মিছিলের একটি মামলায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি ।
মামলাটির শুনানি হয় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে । এই মামলায় বিচারপতির স্পষ্ট বক্তব্য, ‘শিক্ষকতা করতে হবে না, রাস্তাতেই থাকুন’ । মিছিলের অনুমতি চেয়েছিলেন আন্দোলনকারী শিক্ষকরা । আর তাতেই ক্ষুব্ধ হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি । পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ।
বিচারপতির পর্যবেক্ষণ, এত মিছিল ও আন্দোলন করে স্কুল পড়ুয়াদের পড়তে হচ্ছে ক্ষতির মুখে; রাস্তার যানজটে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স । প্রয়োজন পড়লে পুলিশ লাঠিচার্জ থেকে কাঁদানে গ্যাস প্রয়োগ করতেই পারে; আন্দোলনকারীদের প্রতি তাঁর আর কোনও সহমর্মিতা বাকি নেই বলেও জানিয়ে দেন তিনি ।এদিন শুনানিতে তিনি জানিয়ে দেন, আপাতত পুজোর আগে তিনি এই মামলা শুনবেন না ।
- নিয়োগ দুর্নীতি নিয়ে নোটিস হাইকোর্টের - December 6, 2023
- মিগজাউমে বানভাসি তামিলনাড়ু, পাশে থাকার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের - December 6, 2023
- পাহাড়ের পথে মুখ্যমন্ত্রী - December 6, 2023