কামদুনি কাণ্ডে রায় ঘোষণার পর শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছেন সিআইডি সহ আন্দোলনকারীরা

।। স্বর্ণালী মান্না ।।  

ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালে । দীর্ঘ ১০টা বছর পার করে অবশেষে এল রায়দান পর্ব । তবে সেই রায়ে অখুশি নির্যাতিতার পরিবার সহ আন্দোলনকারীরাও । কলকাতা হাইকোর্টের রায় শোনার পরই সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ।

শুক্রবার ছিল কামদুনি ধর্ষণ ও খুনের মামলায় রায়দানের দিন । ওই ঘটনায় ইতিমধ্যেই অভিজুক্তদেরকে ফাঁসির সাজা দিয়েছিল নিম্ন আদালত । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যান সাজাপ্রাপ্তরা । এদিন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় গুপ্তর ডিভিশন বেঞ্চ সইফুল আলি ও আনসার আলিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন । অন্যদিকে বেকসুর খালাস করা হয় ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলিকে । একই সঙ্গে ১০ বছর কারাবাস হয়ে যাওয়ার ফলে, সাজা মকুব করা হয় আরও তিন দোষীর ।

এবার উচ্চ আদালতের রায়দানের পর শীর্ষ আদালতে যাওয়ার কথা জানান কামদুনি কাণ্ডের সঙ্গে জড়িত দুই অন্যতম আন্দোলনকারী টুম্পা কয়াল, মৌসুমি কয়াল সহ সিআইডি । আন্দোলনকারীরা জানা দিল্লির নির্ভয়া কাণ্ডের আইনজীবীর সাহাজ্যে আবারও তাঁরা লড়বেন ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube