আরব আকাশে আবারও যুদ্ধ

।। স্বর্ণালী মান্না ।।

একদিকে চলছে ইউক্রেন-রাশিয়া সংঘর্ষ । আর তাঁর মধ্যেই শুরু হয়ে গেল প্যালেস্তাইন-ইজরায়েল যুদ্ধ । শনিবারই ইজরায়েল সরকার যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে । আর তাঁর পরেই হামাসের উপর শুরু হয় বিমান হামলা ।

বেশ কয়েক মাস আগে থেকেই হামাস ও প্যালেস্তাইন ইসলামিক জিহাদের নামক আরও একটি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ চলছিল ইজরায়েলের । তবে শনিবার ইজরায়েল সরকারের পক্ষ থেকে ইজরায়েলী রাষ্ট্রপতি বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করেন । এদিন জানা গিয়েছে গাজা ভূখণ্ড থেকে অন্তত ৫০০০ রকেট ছোঁড়া হয় ইজরায়েলের দিকে  । যার জেরে জানা যাচ্ছে এখনও পর্যন্ত সেই হামলায় মৃত্যু হয় ২২ জনের ও আহত হন তার চেয়েও অনেক বেশি মানুষ । চারদিকেই এখন স্বজন হারানোর হাহাকার ।

অন্যদিকে জানা  যাচ্ছে গাড়ি, মোটরবাইক ও প্যারাগ্লাইডারের সাহাজ্যে শ’য়ে শ’য়ে হামাস জঙ্গি ঢুকে পড়ছে ইজরায়েলে । আক্রমণ করা হচ্ছে অসামরিক নাগরিকদের উপর । শনিবার সকালেই ৫০০০ রকেট ছুঁড়ে আক্রমণ চালায় প্যালেস্তাইন । ইজরায়েলের রাষ্ট্রপতি জানিয়েছেন দেশের নাগরিকদের উপর এই হামলার ভয়ঙ্কর ফল ভুগতে হবে জঙ্গিদের ।

এদিন কেবলমাত্র হামাস-হামলার নিন্দাই করেনি, বরং ইজরায়েলের পাশেও দাঁড়িয়েছে ভারত । পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলে আক্রান্ত ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube