
।। গৌতম রায় ।।
এশিয়ান গেমসে টেনিসে এবারের প্রথম সোনা এল শনিবার । মিক্সড ডাবলসে সোনা জিতলেন রোহন বোপান্না ও রুতুজা ভোসলে । ফাইনালে তাঁরা হারালেন তাইপের প্রতিপক্ষকে । প্রথম সেটে হেরেও দুর্দান্ত জয় তুলে নিল ভারতীয় জুটি । দ্বিতীয় সেট বোপান্নারা জেতার পর টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয় । খেলার ফল ২-৬, ৬-৩, ও ১০-৪ । বোপান্না দেখালেন ৪৩ বছর বয়সেও কেন তিনি বিশ্বের প্রথম দশে আছেন ।
এদিনের দ্বিতীয় সোনাটি এল স্কোয়াশে । পাকিস্তানকে হারিয়ে পুরুষদের দলগত বিভাগে সোনা জিতল ভারত । জয় এল ২-১ ফলে । প্রথম সেটে হারার পর ভারতকে ম্যাচে ফেরালেন বাংলার সৌরভ ঘোষাল । নিজের ম্যাচটি তিনি জেতেন ৩-০ ফলে । ভারতীয় দলের বাকি দুই সদস্য মহেশ গানগাঁওকর ও অভয় সিং । গ্রুপ পর্বে এই পাকিস্তানের কাছে হেরেছিল ভারত । সোনার সঙ্গে সেই হারের বদলাটাও নিলেন সৌরভরা ।
এদিন শ্যুটিংয়ে পদক এল । ১০ মিটার এয়ার পিস্তলে দলগত মিক্সড বিভাগে রুপো জয় ভারতের । দলে ছিলেন সরবজোৎ সিং ও দিব্যা থাডিগোল । চিনের জুটির বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হল । এবারের এশিয়াডে শ্যুটিংয়ে এই নিয়ে রেকর্ড সংখ্যক ১৯টি পদক জিতল ভারত ।
শনিবার মীরাবাই চানু পদক জিততে পারলেন না । পড়লেন চোটের কবলে । ৪৯ কেজি বিভাগে চতুর্থ হয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হল । তবে বক্সিংয়ে নিজেদের বিভাগে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন নরেন্দর, প্রীতি পাওয়ার ও লভলিনা বরগোহাইন । প্রীতি অলিম্পিক কোটাও পেয়ে গেলেন ।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023