ইডি-র তলব এড়িয়ে দিল্লির কর্মসূচিতেই ব্যস্ত অভিষেক

।।স্বর্ণালী মান্না ।।

একদিকে রয়েছে ইডি-র তলব, অন্যদিকে দিল্লিতে ধরনা কর্মসূচী । লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় মঙ্গলবারই তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । তবে ইডি-র দফতরে যাবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক ।

দিল্লিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই ইডি-র তলবে হাজিরা দিতে পারবেন না তিনি । জানা গিয়েছে নিজের আইনজীবীর মাধ্যমে প্রয়োজনীয় নথি পাঠাবেন কন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে । সেই সমস্ত নথি সহ তাঁর হাজিরা না দেওয়ার কারণও জানাবেন ইডি আধিকারিকদের । জানা গিয়েছে, লিপ্স অ্যান্ড বাউন্ডসের সিইও পদে রয়েছেন অভিষেক । সংস্থার ওই পদে থেকে কতটা লাভবান হয়েছেন তিনি, সেই সমস্ত তথ্য জানা জন্য তাঁকে তল্ব করেছিল ইডি ।

অন্যদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যাতে ৩ অক্টোবরের তদন্ত প্রক্রিয়া ব্যাহত না হয় । যার জন্য যে কোনও পদক্ষেপ নেওয়ার স্বাধীনতাও দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের । ঠিক এই বিষয়েই বিচারপতির নির্দেশের ব্যাখ্যা চেয়ে অভিষেক দ্বারস্থ হন ডিভিশন বেঞ্চের । এই ক্ষেত্রে অভিষেকের অভিযোগ, তাঁর বক্তব্য না শুনেই নির্দেশ দেওয়া হয়েছিল । তবে তিনি একঘানেই থেমে থাকেননি ।তাঁর অভিযোগ তদন্ত প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে চাইছেন খোদ বিচারপতি ।

বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় মঙ্গলবার ।অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করা হয় তাঁর মক্কেল আগেও হাজিরা দিয়ে থাকলে আরও একবার তাঁর হাজিরা দিতে অসুবিধা কোথায়?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube