
।।স্বর্ণালী মান্না ।।
একদিকে রয়েছে ইডি-র তলব, অন্যদিকে দিল্লিতে ধরনা কর্মসূচী । লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় মঙ্গলবারই তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । তবে ইডি-র দফতরে যাবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক ।
দিল্লিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই ইডি-র তলবে হাজিরা দিতে পারবেন না তিনি । জানা গিয়েছে নিজের আইনজীবীর মাধ্যমে প্রয়োজনীয় নথি পাঠাবেন কন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে । সেই সমস্ত নথি সহ তাঁর হাজিরা না দেওয়ার কারণও জানাবেন ইডি আধিকারিকদের । জানা গিয়েছে, লিপ্স অ্যান্ড বাউন্ডসের সিইও পদে রয়েছেন অভিষেক । সংস্থার ওই পদে থেকে কতটা লাভবান হয়েছেন তিনি, সেই সমস্ত তথ্য জানা জন্য তাঁকে তল্ব করেছিল ইডি ।
অন্যদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যাতে ৩ অক্টোবরের তদন্ত প্রক্রিয়া ব্যাহত না হয় । যার জন্য যে কোনও পদক্ষেপ নেওয়ার স্বাধীনতাও দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের । ঠিক এই বিষয়েই বিচারপতির নির্দেশের ব্যাখ্যা চেয়ে অভিষেক দ্বারস্থ হন ডিভিশন বেঞ্চের । এই ক্ষেত্রে অভিষেকের অভিযোগ, তাঁর বক্তব্য না শুনেই নির্দেশ দেওয়া হয়েছিল । তবে তিনি একঘানেই থেমে থাকেননি ।তাঁর অভিযোগ তদন্ত প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে চাইছেন খোদ বিচারপতি ।
বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় মঙ্গলবার ।অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করা হয় তাঁর মক্কেল আগেও হাজিরা দিয়ে থাকলে আরও একবার তাঁর হাজিরা দিতে অসুবিধা কোথায়?
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023