
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হল উত্তরবঙ্গে । জানা যাচ্ছে, ভারী বৃষ্টির স্পেল চলবে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে । বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে ।
নিম্নচাপ ঝাড়খণ্ড ও ছত্রিশগড় এলাকায় অবস্থান করছে । ছত্রিশগড় থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে বলে জানান গিয়েছে । বর্ষা বিদায় রেখা গুলমার্গ, ধর্মশালা, পান্থগড়, মাধবপুর, যোধপুর হয়ে বার্মার পর্যন্ত বিস্তৃত। আগামী তিন চার দিনে উত্তর-পশ্চিম ভারতের বাকি রাজ্য থেকে এবং গুজরাট এর কিছু অংশ মধ্যপ্রদেশের কিছু অংশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নেবে ।
উপকূলে ও পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । আজ মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে ।
কাল বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে । বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলাতে।
উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে বলে জানা যাচ্ছে । বেশ কয়েকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে । উত্তরবঙ্গে বৃষ্টির স্পেল থাকবে শনিবার পর্যন্ত । আজ মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় । দার্জিলিং কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ।
কাল, বুধবারে, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে । ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে । বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয় আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে । শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি দু-এক পশলা ভারী বৃষ্টি এই পাঁচ জেলাতে।
কলকাতায় এদিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে । বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার কথা জানা গিয়েছে ।থাকবে আংশিক মেঘলা আকাশ । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি । সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৮ শতাংশ থাকছে । বৃষ্টি হয়েছে ১৫.৮ মিলিমিটার ।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023