দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল

ক্রমেই জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে দুর্গাপুর ব্যারেজ । মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ এক লক্ষ ৩৫ হাজার কিউসেক হারে জল ছাড়ছে এই জলাধার ।

চলছে অবিরাম বৃষ্টি; তাঁর মধ্যেই চাড়া হচ্ছে জল । দামোদর নদীতে ছাড়া হচ্ছে এই জল । এর ফলে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলী ও হাওড়ার দামোদর পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে ।

নিম্নচাপের জেরে টানা বৃষ্টি শুধু এ রাজ্যে নয়, পাশের রাজ্য ঝাড়খণ্ডেও প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় জল বেড়েছে ডিভিসি-র মাইথন ও পাঞ্চেত জলাধারে । সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের জল আসায় জলস্তর বেড়েছে দামোদরের । তার ফলেই দুর্গাপুরে জলের চাপ বাড়ছে । আর তাই জল ছাড়তে বাধ্য হচ্ছে দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube