
ক্রমেই জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে দুর্গাপুর ব্যারেজ । মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ এক লক্ষ ৩৫ হাজার কিউসেক হারে জল ছাড়ছে এই জলাধার ।
চলছে অবিরাম বৃষ্টি; তাঁর মধ্যেই চাড়া হচ্ছে জল । দামোদর নদীতে ছাড়া হচ্ছে এই জল । এর ফলে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলী ও হাওড়ার দামোদর পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে ।
নিম্নচাপের জেরে টানা বৃষ্টি শুধু এ রাজ্যে নয়, পাশের রাজ্য ঝাড়খণ্ডেও প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় জল বেড়েছে ডিভিসি-র মাইথন ও পাঞ্চেত জলাধারে । সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের জল আসায় জলস্তর বেড়েছে দামোদরের । তার ফলেই দুর্গাপুরে জলের চাপ বাড়ছে । আর তাই জল ছাড়তে বাধ্য হচ্ছে দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ ।
Latest posts by news_time (see all)
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023