
দামোদর নদের জলে বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় চলে গিয়েছে । এই পরিস্থিতিতে নিজে নৌকো চালিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি।
দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরই বাড়তে চলেছে দামোদর নদের জল । সকাল থেকেই সোনামুখী ব্লকের সমিতিমানা এলাকায় বিঘার পর বিঘা সবজি ও ধান জমি জলের তলায় চলে গিয়েছে । খবর পেয়ে এলাকায় আসেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী । নিজে নৌকো চালিয়ে দামোদর নদীর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন ।
সোনামুখী ব্লকের দামোদর নদ তীরবর্তী সমিতিমানা , কেনেটিমানা এই এলাকাগুলোর মানুষরা প্রত্যেকেই কৃষিকাজের সঙ্গে জড়িত । বিঘার পর বিঘা সবজি এবং ধান চাষ করেছে । অন্যান্য গ্রামগুলিতে এখনও জল না ঢুকলেও সমিতিমানার বিঘার পর বিঘা সবজি এবং ধানের জমি জলের তলায় । জলের পরিমাণ বাড়তে থাকলে এবার বসতবাড়িতেও জল উঠে যাওয়ার আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ । এই পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে দাঁড়াতে বিজেপি বিধায়ক নৌকো নিয়ে এলাকা পরিদর্শন করেন ।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023