চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন, চলে গেলেন সৌম্যেন্দু রায়

।। স্বর্ণালী মান্না ।।

দীর্ঘকাল বার্ধক্যজনীত রোগে ভুগছিলেন বছর ৯০-এর সিনেমাটোগ্রাফার সৌম্যেন্দু রায় । বুধবার বেলা ১২ টা ৩০ মিনিট নাগাদ বালিগঞ্জে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । সুত্রের খবর অনুযায়ী, বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা কেওড়াতলা মহাশ্মশানে ।

সত্যজিত রায়ের প্রায় ২০টি ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি । পথের পাঁচালি দিয়ে এক সাথে পথ চলা তাঁদের । যদিও সেই ছবিতে সিনেমাটগ্রাফারের ভুমিকায় ছিলেন সুব্রত মিত্র । এরপর ক্যামেরা সামলেছেন “তিন কন্যা”, “গুপী গায়েন বাঘা বায়েন”-এর মতো ছবিতে ।

কাজ করেছেন আরও বহু পরিচালকদের সাথেও । তপন সিনহার “এক ডক্টর কি মত” , “শতাব্দির কন্যা”-তে সামলেছেন ক্যামেরার দায়িত্ব । বুদ্ধদেব দাসগুপ্তর “চরাচর”-এর সাথেও যুক্ত ছিলেন তিনি ।

একাকী সৌম্যেন্দু রায়ের সঙ্গী ছিলেন তাঁর দুই পরিচারক  । প্রত্যক্ষভাবে চলচ্চিত্র জগতের সাথে যুক্ত না থাকলেও অনেক সময় চলচ্চিত্রে আগ্রহী পড়ুয়াদের কাছে শিক্ষকের ভূমিকায়ও ধরা দিয়েছেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube