
।। স্বর্ণালী মান্না ।।
চলচ্চিত্র জগতে ভারতের সর্বোচ্চ সম্মান এবার পেতে চলেছেন কিংবদন্তী অভিনেত্রী ওয়াহীদা রহমান । এর আগেও ভারত সরকার তাঁকে পদ্মভূষণ ও পদ্মশ্রীতে সম্মানিত করেছে । মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এই ঘোষণাটি করেন ।
“গাইড”, “পেয়াসা”-র মতো একাধিক কালজয়ী ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন ৮৫ বছরের নায়িকা । তেলুগু ছবি দিয়ে চলচ্চিত্র জগতে তাঁর হাতে খড়ি । চুটিয়ে কাজ করে গিয়েছেন দেব আনন্দ, গুরু দত্তের মতন তাবড় তাবড় অভিনেতাদের সাথে ।
তামিলনাডুর এক মুসলমান পরিবারে জন্মগ্রহন করেন ওয়াহীদা । আমলা পিতার মেয়ে চেয়েছিলেন ডাক্তার হতে । তবে তাঁর ভাগ্য তাঁকে নিয়ে গেল অন্যদিকে । করেছেন একের পর এক ছবি । এদিন ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার পেলেন তাঁর অভিনয়ের জন্য ।
Latest posts by swarnali manna (see all)
- নিয়োগ দুর্নীতি নিয়ে নোটিস হাইকোর্টের - December 6, 2023
- মিগজাউমে বানভাসি তামিলনাড়ু, পাশে থাকার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের - December 6, 2023
- পাহাড়ের পথে মুখ্যমন্ত্রী - December 6, 2023