বাংলার অলিতে-গলিতে ‘জাওয়ান’

‘জাওয়ান’ জ্বরে কাঁপলো রায়গঞ্জ । মধ্যরাতে শাহরুখ খানের জাওয়ান সিনেমা দেখতে সিনেমা হলে পৌঁছালেন দর্শকরা । শুক্রবার মধ্যরাত অর্থাৎ ৯ সেপ্টেম্বর রাত ২ টা ১৫ মিনিট নাগাদ রায়গঞ্জের এসভিএফ কল্যানী মাল্টিপ্লেক্সে শো ছিলো শাহরুখ খান অভিনীত জাওয়ান সিনেমার।

তবে মধ্যরাতে সময়ের তোয়াক্কা না করেই একেবারে ভিড় উপচে পড়লো সিনেমা হলে। পশ্চিমবঙ্গে একমাত্র রায়গঞ্জ শহরে এই গভীর রাতে জাওয়ান সিনেমার শো দেখলো রায়গঞ্জবাসী। রায়গঞ্জবাসীর এই উচ্ছ্বাসকে ঐতিহাসিক মুহূর্ত বললেন সিনেমা রায়গঞ্জের বিধায়ক তথা সিনেমা হলের অন্যতম মালিক কৃষ্ণ কল্যানী । এদিন তিনিও মধ্যরাতে আসেন এবং দর্শকদের সাথে সিনেমা দেখেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube