
।। স্বর্ণালী মান্না ।।
এনআরএসের পর আজ সোমবার এসএসকেএম হাসপাতাল থেকে গ্রেফতার করা হল ৪ দালালকে । আজ লালবাজারের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার হন ৪ দালাল । তাঁদের বিরুদ্ধে অভিযোগ রোগীর পরিবারের কাছ থেকে টাকা নিয়ে সরকারি হাসপাতালে পরিষেবা দেওয়ার ব্যাবস্থা করিয়ে দিতেন তাঁরা ।
ধৃতদের নাম অভিষেক মল্লিক, অভয় বাল্মিকী, দেব মল্লিক ও সুরিন্দর কুমার । এদিন ধৃত ৪ জনের বিরুদ্ধে এন্টালি ও ভবানীপুর থানায় দু’টি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।
গতকাল এনআরএসের পর, এবার খাস কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে দালালদেরকে গ্রেফতার করা হয় লালবাজারের গুন্ডাদমন শাখার পক্ষ থেকে । জানা গিয়েছে, ধৃতদের প্রত্যেকেই ভবানীপুরের বাসিন্দা ।
সরকারি হাসপাতালে এই দালালরাজ নিয়েই সরব হয়েছিলেন তৃণমূলের দাপুটে নেতা মদন মিত্র । তার পর থেকেই সক্রিয় হয়ে ওঠে প্রশাসন । শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে হানা দিয়ে এদিন গ্রেফতার করা হয় অভিযুক্তদের ।
- নিয়োগ দুর্নীতি নিয়ে নোটিস হাইকোর্টের - December 6, 2023
- মিগজাউমে বানভাসি তামিলনাড়ু, পাশে থাকার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের - December 6, 2023
- পাহাড়ের পথে মুখ্যমন্ত্রী - December 6, 2023