
।। স্বর্ণালী মান্না ।।
সোমবার সকালেই পাওয়া গেল এক মর্মান্তিক খবর । উদ্ধার হল এক যুবতির ঝুলন্ত দেহ । এই ঘটনা সামনে আসায় যাদবপুর এলাকায় ছড়াল চাঞ্চল্য ।
এদিনের ঘটনায় জানা যাচ্ছে, পূর্ব যাদবপুরের গ্রীন পার্ক এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার জয় এক যুবতির ঝুলন্ত দেহ । স্থানীয় সূত্রে জানা যায় তিনি একজন নার্সিং ছাত্রী । যাদবপুরের গ্রীন পার্ক এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন । এদিন ওই ভাড়া বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।এদিন মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।
অন্যদিকে এই ঘটনায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর নাম মল্লিকা দাস। সোমবার সকালে তার দেহ উদ্ধার করা হয় । বাঁকুড়ার বাসিন্দা ওই ছাত্রী আর এন টেগোর কলেজের ছাত্রী বলেই খবর পাওয়া গিয়েছে । পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করছে প্রেম ঘটিত কোন বিষয় ঘটে থাকতে পারে যার জেরেই ছাত্রীর এমন পদক্ষেপ ।
- নিয়োগ দুর্নীতি নিয়ে নোটিস হাইকোর্টের - December 6, 2023
- মিগজাউমে বানভাসি তামিলনাড়ু, পাশে থাকার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের - December 6, 2023
- পাহাড়ের পথে মুখ্যমন্ত্রী - December 6, 2023