পথ চলা শুরু পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া-র

।।স্বর্ণালী মান্না ।।

শুরু হতে চলেছে ইতিহাসের এক নতুন অধ্যায় । ২৮ মে সাড়ম্বরে উদ্বোধন করা হয় নতুন সংসদ ভবন । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সংসদের বিশেষ অধিবেশন । আর গতকাল ছিল পুরনো সংসদ ভবনের শেষ অধিবেশন । মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেল নতুন সংসদ ভবনের অধিবেশন ।

এদিন পুরনো সংসদ ভবনে অন্যান্য সাংসদদের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেন্ট্রাল হলে আয়োজন করা হয় অনুষ্ঠানের । পুরনো সংসদ ভবনে ছবি তলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক সাংসদ । জ্ঞান হারিয়ে অচৈতন্য হয়ে পড়েন সাংসদ নরহরি আমিন । পরে তিনি সুস্থ বোধ করলে সবাই মিলে একসঙ্গে ছবি তোলেন ।

বেলা ১টা ১৫ মিনিট নাগাদ শুরু হয় লোকসভার প্রথম অধিবেশন; আর রাজ্য সভার প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা তার পরে । লোকসভার সচিবালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় এই নতুন সংসদ ভবনের নামকরণ করা হয়েছে ‘পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া’ ।

প্রধানমন্ত্রীর মতে নতুন সংসদ ভবনের হাত ধরে সূচনা হবে নতুন ভবিষ্যতের । পাশাপাশি তিনি আরও বলেন, ভারত ইতিমধ্যেই বিশ্বের পঞ্চম অর্থব্যবস্থায় পৌছতে সক্ষম হয়ে গিয়েছে; তবে এখানেই থেমে না থেকে তিনি দেশের নতুন প্রজন্মের উপর আস্থা রেখে, আহ্বান জানিয়ে বলেছেন বিশ্বের তৃতীয় অর্থব্যবস্থায় নিয়ে যেতে হবে ভারতকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube