অবশেষে লোকসভায় পাস হল মহিলা সংরক্ষণ বিল

।। স্বর্ণালী মান্না ।।

বুধবার লোকসভায় পাস হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল । এদিন সংসদে বিতর্কে অংশগ্রহণ করলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি । মহিলা সংরক্ষণ বিলের প্রতি সমর্থন জানিয়ে একই সঙ্গে দাবি তুললেন পিছিয়ে পড়া জাতির মহিলাদের জন্য আসন সংরক্ষণের ।

এদিন সংসদে বিল পেশ করার পর বিলের উপর হয় বিস্তর আলোচনা । কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি এদিন জানান রাজীব গান্ধির সময়েইপ্রথম আনা হয়েছিল এই বিল । ১৯৮১ সালে পঞ্চায়েত ও পুরসভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ বিল লোকসভায় গৃহীত হলেও সংখ্যাধিক্য না পেয়ে রাজ্যসভায় তা পাস করা যায়নি ।

এদিন বিলের পক্ষে ভোট পড়ে ৪৫৪, বিপক্ষে পড়ে ২টি ভোট । অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি জানান, ডিলিমিটেশন সঠিকভাবে কার্যকর করার জন্যই এই বিল এখনই পাস করা দরকার । তাই সাংসদদের কাছে এই বিলকে সমর্থন করার আবেদনো করেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube