
।। স্বর্ণালী মান্না ।।
নিয়োগ দুর্নীতি মামলা ঝুলেই রয়েছে আদালতে । বেশ কয়েক জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হলেও এখনও পর্যন্ত পৌছনো সম্ভব হল না দুর্নীতির মাথায় । সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে কেন্দ্রীয় সিবিআইয়ের মধ্যে ‘বোঝাপড়া’ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন বিচারপতি । সোমবার সেই রিপোর্ট পেশ করা হয় এজলাসে । মামলার শুনানি চলাকালীনই বিচারপতির বক্তব্য, মানিক ভট্টাচার্যকে নাকি গ্রেফতার করতেই চায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । পাশাপাশি তিনি বলেন তাঁর সন্দেহ হয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির সঙ্গে সিবিআইয়ের কোনও ‘বোঝাপড়া’ হয়েছে কি না ।
এই মামলায় শীর্ষ আদালত থেকে রক্ষাকবচ পেয়ে যান মানিক । সিবিআই সেই সময় জানিয়েছিল মানিক ভট্টাচার্যকে সেই সময় খুজেই পাওয়া যাচ্ছিল না । অথচ ওই একই সময় তিনি নিজের বাড়িতেই করেছিলেন সাংবাদিক বৈঠক । এক্ষেত্রে বিচারপতির স্পষ্ট বক্তব্য, সিবিআই মানিককে গ্রেফতারই করতে চায়নি সিবিআই ।
এরপর সিবিআইয়ের আইনজীবীকে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, এখনও কেন প্রাক্তন সভাপতির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না? লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর কি তাঁরা পদক্ষেপ নেবেন? সিবিআইয়ের আইনজীবী জানান, মানিক ভট্টাচার্যর রক্ষাকবচের আবেদন জানিয়ে তাঁরা আদালতে আবেদন জানাবেন ।
- সরকারি হাসপাতাল থেকে গ্রেফতার দালাল! - September 25, 2023
- নার্সিং ছাত্রীর দেহ উদ্ধার! - September 25, 2023
- শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! - September 25, 2023