
তৃণমূলের প্রাক্তন মহিলা উপপ্রধানকে বাড়িতে ঢুকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত সদস্য সহ তাঁর দলবলের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের রতনটোলা এলাকায়।
ঘটনায় গুরুতর আহত অবস্থায় মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূলের প্রাক্তন মহিলা উপপ্রধান। তৃণমূল করার কারণেই ভোট পরবর্তী এই হামলা বলে দাবি করেছেন তৃণমূল কর্মীর পরিবার । ঘটনায় অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্য ভাস্কর মন্ডল সহ তার দলবলের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা । অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।
আহত তৃণমূলের প্রাক্তন মহিলা উপপ্রধানের নাম বাপি সাহা।তার স্বামী বলাই সাহা। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত ধরমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্বে ছিলেন মহিলা বাপি সাহা। আবার ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত এই পঞ্চায়েতেরই উপ প্রধানের দায়িত্বে ছিলেন এই মহিলার স্বামী বলায় সাহা। তবে এবারের পঞ্চায়েত নির্বাচনের তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। তৃণমূলের সাথে সক্রিয়ভাবে কাজ করে গিয়েছেন । আর ভোটের সময় থেকে বিজেপির তাঁর উপর আক্রোশ ছিল বলে অভিযোগ করেন তিনি ।
তাঁর দাবি, বারংবার বিভিন্ন রকম হুমকিও দেওয়া হচ্ছিল এই তৃণমূল কর্মীর পরিবারকে। এমনকি বিজেপি ভোটে জিতলে ঘরছাড়া করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিজেপির লোকেরা। রবিবার বাড়িতে একাই ছিলেন মহিলা বাপি সাহা। অভিযোগ তখনই গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য ভাস্কর মন্ডল ও তার দলবল বাড়িতে ঢুকে মহিলার ওপর চড়াও হয় । ব্যাপকভাবে মারধর করা হয় তাঁকে । বাড়ি থেকে পালনোর চেষ্টা করলে রাস্তায় ফেলেও মারধর করা হয় বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনায় গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য ভাস্কর মন্ডল সহ তার দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের প্রাক্তন উপ প্রধানের পরিবার।
- বেঙ্গালুরুর চমককে সমীহ ফেরান্দোর - September 26, 2023
- এশিয়ান গেমসে স্বর্ণজয়ী শিলিগুড়ির রিচা - September 26, 2023
- কুদ্দুস আলির সঙ্গে দেখা করতে সংশোধনাগারে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি - September 26, 2023