
অবশেষে ১০০ টাকার অতিথি অধ্যাপক নিয়োগ থেকে সরে দাঁড়াতে বাধ্য হল কলেজ কর্তৃপক্ষ। প্রত্যাহার করা হল সেই বিতর্কিত বিজ্ঞপ্তি । তপনে অবস্থিত নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ মাত্র ১০০ টাকার সাম্মানিকে অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল।
নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের বিজ্ঞপ্তির সেই নোটিশ বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার টুইট করেছিলেন। কলেজ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছিল তা নিয়ে রীতিমতো নিন্দার ঝড় উঠেছিল প্রায় সব মহলে ।
অবশেষে পিছু হটতে বাধ্য হল কলেজ কর্তৃপক্ষ। কলেজের নিজস্ব ওয়েবসাইটে এই ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে নিয়োগ সংক্রান্ত নোটিশটি বাতিল ও প্রত্যাহার করে নেওয়া হল ।
প্রসঙ্গত, কলেজের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তাঁদের ক্লাস প্রতি সাম্মানিক মাত্র ১০০ টাকা দেওয়া হবে এবং সপ্তাহে ১৫ টির বেশি ক্লাস তাঁরা পাবেন না। এই নিয়মের হিসেবে দেখা যাচ্ছে, উচ্চশিক্ষিত একজন অধ্যাপক মাসে ছয় হাজারের বেশি সাম্মানিক পাচ্ছেন না ।
- বেঙ্গালুরুর চমককে সমীহ ফেরান্দোর - September 26, 2023
- এশিয়ান গেমসে স্বর্ণজয়ী শিলিগুড়ির রিচা - September 26, 2023
- কুদ্দুস আলির সঙ্গে দেখা করতে সংশোধনাগারে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি - September 26, 2023