পঞ্চায়েত নির্বাচনে নিহতদের ক্ষতিপুরণ নিয়ে হলফনামা চাইল আদালত

।। স্বর্ণালী মান্না ।।

পঞ্চায়েত নির্বাচনে নিহতদের পরিবার পাননি কোন রকম সাহায্য । এই নিয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । সোমবার সেই মামলায় রাজ্যের কাছে জবাব চাইল কলকাতা হাইকোর্ট । 

পঞ্চায়েত নির্বাচন নিয়ে সামনে এসেছিল হিংসার ঘটনা । পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে ৫৪ জনের মৃত্যু নিয়ে অভিযোগ এনেছিল বিরোধী দলগুলি । অন্যদিকে মৃত ব্যক্তিদের পরিবারকে চাকরি ও আর্থিক সাহাজ্যের ঘোষণাও করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে । তবে অভিযোগ আনা হচ্ছে এখনও পর্যন্ত সেই সুবিধা পাননি কেউই!

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর এই মামলাটির শুনানি হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে । অধীররঞ্জন চৌধুরীর আইনজীবী দাবি করেন রাজ্য সরকার নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার ঘোষণা করেছিল । পাশাপাশি রাজ্য সরকার জানায় নিহতদের পরিবারের একজঙ্কে দেওয়া হবে হোমগার্ডের চাকরি । তবে জানা  যাচ্ছে এই মামলায় চাকরি হয়েছেন মাত্র ১৭ জনের । বাকিদের সমাধানের এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি ।

এই বিষয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে । সমস্ত ঘটনা শনার পর সোমবার আদালতের প্রধান বিচারপতি রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চান মৃতের সংখ্যা । একই সঙ্গে রাজ্যের আইনজীবীকে দেওয়া হয় মৃতদের নামের তালিকে আদালতে জমা করার নির্দেশ । হলফনামা জমা করতে বলা হয় ২৬ সেপ্টেম্বরে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube