প্রধানমন্ত্রীর ৭৩ তম জন্মদিনে একাধিক প্রকল্পের সূচনা

রবিবার প্রধানমন্ত্রীর জন্মদিনে শুরু হল পিএম বিশ্বকর্মা প্রকল্প। ওবিসি সমাজের কারিগরদের সহজ শর্তে ঋণ দেওয়ার লক্ষ্যেই ওই পরিকল্পনা হাতে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রীর জন্মদিনে চালু হল আয়ুষ্মান ভব প্রকল্পও।

পিএম বিশ্বকর্মা যোজনার মাধ্যমে প্রথাগত শিল্পী ও কারিগরদের জন্য ওই প্রকল্প চালু করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। প্রায় ১৩ হাজার কোটি টাকার ওই প্রকল্পে দেশের ওবিসি সমাজের বড় অংশ যাঁরা ক্ষৌরকার, স্বর্ণকার, রাজমিস্ত্রি, মৃৎশিল্পী ইত্যাদি বিভিন্ন পেশায় নিযুক্ত, তাঁরা বিশ্বকর্মা পোর্টালে নাম লিখিয়ে প্রথমে প্রশিক্ষণ, শংসাপত্র ও শেষে কম সুদের হারে প্রথমে এক লক্ষ ও পরে দু’লক্ষ টাকার ঋণ পাবেন। এ ছাড়া, আয়ুষ্মান ভব যোজনার মাধ্যমে মূলত আয়ুষ্মান কার্ড তৈরির উপরে জোর দেওয়া হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি ঘুরে ওই কার্ড করে দেওয়া হবে বলেও জানা গিয়েছে ।

আজ প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে বিশেষ সেবা সপ্তাহ পালনের লক্ষ্য নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। যাতে রক্তদান, অঙ্গদান শিবির, আয়ুষ্মান মেলার আয়োজন করা হবে আয়ুষ্মান সভা । যক্ষ্মা ও সিকল সেল অ্যানিমিয়া রোগের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রচার চালানো হবে সভাগুলি থেকে।

পাশাপাশি আজ দিল্লির দ্বারকাতে বিশ্বমানের আন্তর্জাতিক কনভেনশন সেন্টার যশোভূমির উদ্বোধন করলেন মোদি। ৫৪০০ কোটি টাকার এই কনভেনশন সেন্টার বিশ্বের অন্যতম বৃহৎ ও যাবতীয় আধুনিক পরিকাঠামো যুক্ত। বিদেশি অভ্যাগতরা যাতে সরাসরি আসতে পারেন তাই যশোভূমির সামনে দ্বারকা সেক্টর ২৫ থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণ করা হয়েছে। সেই নতুন লাইনেরও আজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube