সাজছে দিল্লি, ঘরছাড়া বহু গরিব মানুষ

।। স্বর্ণালী মান্না ।।

এই বছর জি২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত । আর তাঁর জেরে সেজে উঠেছে দিল্লি । চারদিকে আলোর রোশনাই । কোথাও লাগানো হচ্ছে সারি সারি ফুলের টব; কোথাও বা শোভা পাচ্ছে নানা ধরণের মূর্তি । বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের স্বাগত জানাতে দিল্লি সেজে উঠেছে লেজার আলো ও ফোয়ারা দিয়ে । দিল্লির সৌন্দর্যায়নে খরচ করা হচ্ছে প্রায় ৪০০০ কোটি টাকা ।

এই সব তো চোখে পড়ছেই; চোখে পড়ার জন্যই তো এত আয়োজন । তবে আরেকটা আয়োজন নিয়েও চলছে বিস্তর সমালোচনা । সবুজ চাদর দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে ঝুপড়ি ও বস্তি! শুধু তাই নয়, কিছু কিছু জায়গায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে বেশ কিছু ঝুপড়িও । উচ্ছেদ হয়ে গিয়েছেন হাজার হাজার গরিব মানুষ । ১লা এপ্রিল থেকে চলছে এই উচ্ছেদ অভিযান । সুত্রের খবর, তাঁদের মাথা গোঁজার স্থায়ী আস্তানাগুলিকেও ভেঙে ফেলা হয়েছে ।

এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস মন্ত্রীত্ব । প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তাঁরা বলছেন, গরিব মানুষ তাঁর পছন্দ নয়; তিনি চান ধনীদের সঙ্গ ।একদিকে যেখানে সামান্য মাথা গোঁজার ঠাইটুকুও হারাতে বিসেছেন গরিব মানুশ্রা, সেখানে রাষ্ট্রনেতাদের নৈশভোজের আয়োজনের জন্য ব্যাবস্থা করা হচ্ছে সোনা ও রূপার থালা বাসনের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube