
ক্যানিং: বুধবার সন্ধ্যায় ক্যানিংয়ের হেরোভাঙা বাজার এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন ও রাজনৈতিক সভা সেরে ফেরার পথে কংগ্রেস নেতৃত্বের গাড়ি লক্ষ্য করে হামলার চালান হয় । এই ঘটনায় অভিযোগের তির উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । সূত্রের খবর ঘটনার সময় গাড়িতে ছিলেন প্রদেশ কংগ্রেসের তিন মুখপাত্র সৌম্য আইচ রায়, মিতা চট্টোপাধ্যায় ও আশুতোষ চট্টোপাধ্যায় ।
কার্যত হেরোভাঙা বাজার সংলগ্ন পেট্রোল পাম্প থেকেই তিনটি বাইকে করে মোট ছয় দুষ্কৃতী তাঁদেরকে ধাওয়া করে । বেশ খানিকটা রাস্তা ধাওয়া করার পর ক্যানিং বারুইপুর রোডের ফাঁকা এলাকায় তাঁদেরকে লক্ষ্য করে বন্দুক ও তাক করে বলে অভিযোগ । কোনমতে প্রাণ বাঁচিয়ে তাঁরা ফিরে এসেছেন । বারুইপুর থানায় অভিযোগ জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব ।
পাশাপাশি ক্যানিং থানাকেও বিষয়টি জানান হয়েছে । অভিযোগ, এই দুষ্কৃতীরা তৃণমূলের আশ্রিত । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । কংগ্রেসের আরও অভিযোগ, এক দিকে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়ার কথা বলছেন । অন্যদিকে, পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস একটা সামান্য কার্যালয় খুললে এই রকম ঘটনা ঘটছে । এ বিষয়ে কংগ্রেস আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ।
- অবৈধ বাড়ি ভাঙল প্রশাসন - September 25, 2023
- লোকালয়ে জল, ঘরছাড়া স্থানীয়রা! - September 25, 2023
- উদ্ধার বিশ্বভারতীর অপহৃত পড়ুয়া গবেষক!ভারতীয় নাগরিকত্ব নিয়ে উঠছে প্রশ্ন - September 24, 2023