
।। স্বর্ণালী মান্না ।।
সাধারণ মানুষ হোক কিংবা তারকা, যানজটের ভুক্তোভোগী কম বেশি প্রায় সকলেই । এইবার সেই তালিকা থেকে বাদ পড়লেন না অমিতাভ বচ্চনও । এদিন শুটিংয়ে যাওয়ার পথে ব্যাপক যানজটে আটকে পড়েছিলেন বিগ বি । তবে তাঁর ত্রাতা হয়ে এলেন হলুদ টি-শার্ট পরা এক বাইক আরোহী ।
শ্যুটিং স্পটে যাচ্ছিলেন অমিতাভ বচ্চন । তবে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ব্যাপক যানজট । গাড়ির চাকা আর এগোচ্ছিল না তাঁর । এদিকে শুটিংয়ের কলটাইম প্রায় ছুঁইছুঁই । আচমকাই তাঁর কাছে দূত হয়ে এলেন অচেনা এক বাইক আরোহী । বাইকের পিছনে চেপেই গন্তব্যস্থলের দিকে রওনা দিলেন ‘শাহেনশাহ’ । যানজটে আটকে থাকা একগুচ্ছ গাড়িকে পাশ কাটিয়ে দ্রুত গতিতে অমিতাভকে পৌঁছে দিলেন তাঁর গন্তব্যস্থলে ।
এই ঘটনাটিকে অনুগামীদের সাথে ভাগ করে নিলেন বিগ বি । সেই মুহূর্তের ছবি দিয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আপনাকে চিনি না তবে আপনার জন্যই যানজট এড়িয়ে কর্মস্থলে সময় মতো পৌঁছতে পেরেছি’ ।
তবে তাড়াহুড়োতে সেই ব্যক্তির নাম আর জানা হয়নি তারকার । তাই ছবির পাশাপাশি তাঁর বিবরণও দিয়েছেন অমিতাভ । তিনি ধন্যবাদ জানালেন তাঁর টুপি, হলুদ টি-শার্ট ও শর্টস পরা বন্ধুকে । বাইকের পিছনে বসা অমিতাভ বচ্চনের সেই ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল ।
- নিয়োগ দুর্নীতি নিয়ে নোটিস হাইকোর্টের - December 6, 2023
- মিগজাউমে বানভাসি তামিলনাড়ু, পাশে থাকার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের - December 6, 2023
- পাহাড়ের পথে মুখ্যমন্ত্রী - December 6, 2023